ajkerit

এসএসসি পরীক্ষা ২০২৫, ইসলাম ও নৈতিক শিক্ষা


১.আমিন ও আহমদ একদিন নবি রাসুল (স.) সম্পর্কে আলোচনা করছিল। এক পর্যায়ে আহমদ বলল, মানুষকে সৎ পথ দেখানোর জন্য যুগে যুগে নবি রাসুল (স.) এসেছেন। তাই আমি মনে করি যেহেতু কিয়ামত পর্যন্ত মানুষের আগমন ঘটবে, সেহেতু নবি-রাসুল (স.) আগমনের প্রয়োজনীয়তা এখনও রয়েছে। এতে আমিন বলল, আমি তোমার সাথে একমত নই, কেননা হযরত মুহাম্মদ (স.) সর্বশেষ নবি।

ক. ‘রিসালাত’ শব্দের অর্থ কী?
খ. নবুওয়্যাতের ধারা বলতে কী বোঝায়?
হ. আহমদের ধারণাটি ইসলামের কোন বিশ্বাসের পরিপন্থী? ব্যাখ্যা কর।
ঘ. শেষ নবি সম্পর্কে আমিনের বক্তব্য কুরআন ও হাদিসের আলোকে প্রমাণ কর।

২.নাসির ও জাবির সাহেব দুই বন্ধু। নাসির সাহেব তার বাড়ির চারপাশে অনেক ফলের গাছ লাগিয়েছেন। মানুষেরা সেই গাছের ছায়ায় বসে আরাম করে এবং পাখিরা ফল খায়। নাসির সাহেব প্রতিবেশীদেরও ফল দেন। আর জাবির সাহেবের দোকানে নায্যমূল্যে পণ্য বিক্রয় হয়। কোনো ভেজাল নেই। তাই অনেক মানুষ রমযান মাসে তার দোকানে বাজার করে।

ক. শরিয়তের তৃতীয় উৎসের নাম কী?
খ. হারাম বর্জনীয় কেন?
গ. নাসির সাহেবের কাজটি কী হিসেবে গণ্য হবে? হাদিসের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. জাবিরের কাজের ফলাফল ইসলামের আলোকে মূল্যায়ন কর।

৩.ছুটিতে ঈদের কয়েক দিন পূর্বেই আশা তার মামা বাড়িতে বেড়াতে গেল। তার মামাতো ভাই তাহসীন এবার এসএসসি পরীক্ষার্থী। পড়ালেখার ক্ষতি হবে ভেবে সে সাওম পালন করছে না। আশা বলল, ভাইয়া তুমি সাওম পালন করছ না কেন? সাওম একটি ফরজ ইবাদত যা একজন মুমিনের কখনই বাদ দেওয়া উচিত নয় ।

ক. সাওম শব্দের অর্থ কী?
খ. সাওম পালনের উদ্দেশ্য ব্যাখ্যা কর।
গ. তাহসীন কীভাবে আশার পরামর্শ গ্রহণ করতে পারে?
ঘ. আশার কথার মধ্যে যে ইবাদতের গুরুত্ব ফুটে উঠেছে তা বিশ্লেষণ কর।

৪.জনাব ‘ক’ সরকারি চাকরি করেন। তিনি তার কর্মস্থলে জনসাধারণের কাজ করে দিয়ে অতিরিক্ত অর্থ নিয়ে খুব আয়েশি জীবনযাপন করেন। তার ছেলে জনাব ‘খ’ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে কর্মহীন জীবনযাপন করছেন। কেউ তাকে চাকরি খোঁজা বা কোনো কর্মে নিযুক্ত হওয়ার কথা বললে তিনি বলেন, কাজ করতে আমার ভালো লাগে না।

ক. আখলাকে ‘হামিদাহ’ অর্থ কী?
খ. দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না কেন?
গ. জনাব ‘খ’ এর কাজটি ইসলামের আলোকে ব্যাখ্যা কর।
ঘ. “জনাব ‘ক’ এর কাজের পরিণতি ভয়াবহ”- মতামত দাও।

৫.জনাব আহসান একজন ধার্মিক ব্যক্তি। একদিন তার ছেলে আবু কায়েস তাকে জিজ্ঞেস করল, বাবা জীবনাদর্শ কী? জনাব আহসান তাকে জীবনাদর্শ ব্যাখ্যা করলেন। তারপর তিনি মহানবি হযরত মুহাম্মদ (স.)-কে প্রেরণের কারণ এবং সেই সময়কার সামাজিক ও সাংস্কৃতিক অবস্থাও বর্ণনা করলেন।

ক. জীবনাদর্শ কী?
খ. মহানবি (স.) মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন— উক্তিটি বর্ণনা কর।
গ. জনাব আহসান যে সাংস্কৃতিক অবস্থার কথা বলেছেন, তার ব্যাখ্যা দাও।
ঘ. আবু কায়েস তার বাবার বর্ণনাকৃত সামাজিক অবস্থা থেকে যে ধারণা লাভ করতে পেরেছেন তা আলোচনা কর।

বহুনির্বাচনি অংশ 

১.”ইসলাম” শব্দের আবিধান অর্থ নয় কোনটি?

ক.বিশ্বাস করা      খ.আনুগত্য করা       গ.শান্তির পথে চলা      ঘ.আত্মসমর্পণ করা

২.ইমানের মুল বিষয় কয়টি?

ক. পাঁচ টি     খ.ছয় টি      গ.সাতটি     ঘ.তিনটি 

৩. “কোনো কিছুই তাঁর সদৃশ নয়।”  কোন সূরার কত নম্বর আয়াত?

ক. সূরা আলে ইমরান, আয়াত ১৯      খ.সূরা আলে ইমরান, আয়াত ১৮   গ.সূরা আশ্-শুরা, আয়াত ১০   ঘ..সূরা আশ্-শুরা, আয়াত ১১

৪.শিরক শব্দের অর্থ কোনটি?

ক.বিশ্বাস করা    খ.আনুগত্য করা  গ.অংশীদার সাব্যস্ত করা   ঘ.অস্বীকার করা 

৫.রাসুল শব্দের বহুবচন কোনটি?

ক. রুসুল    খ.রসুল   গ.ফেরেস্তা    ঘ.একটিও নয়

৬. “যাবুর” কোন রাসুলের উপর নাজিল হয়েছে?

ক.হয়রত মুসা (আ.)     খ.হয়রত দাউদ (আ.)  গ.হযরত ঈসা (আ.)     গ.হয়রত আদম (আ.)

৭.আল কুরআনে রুকু সংখ্যা কত?

ক.৫৫৬ টি  খ.৫৫৭ টি    গ.৫৫৮ টি    ঘ.৫৫৯ টি

৮.শরিয়তের উৎস নয় কোনটি?

ক. আল কুরআন    খ.ইসলাম   গ.সুন্নাহ    ঘ.কিয়াস 

৯.সর্ব প্রথম কে কুরআন সংকলনের উদ্যোগ নেন?

ক.হযরত মুহাম্মদ (স.)   খ.হযরত আদম (আ.)  গ.হযরত আলী (আ.)     ঘ.হযরত আবু বকর (আ.)

১০.আল কুরআনে মক্কি সূরার সংখ্যা কত?

ক.৮৬ টি     খ.৮৭ টি      গ.২৭ টি    ঘ.২৮ টি 

১১. “সূরা আত-তীন” আল কুরআনের কত তম সূরা?

ক.৯৩ তম     খ.৯৪ তম     গ.৯৫ তম     ঘ.৯৬ তম

১২. “তোমরা সালাত কায়েম কর।”  কোন সূরার কত তম আয়াত?

ক.সূরা আল-আনআম, আয়াত ৭১   খ.সূরা আল-আনআম, আয়াত ৭২   গ.সূরা আত-তীন, আয়াত ৭১    ঘ.সূরা আল-তীন, আয়াত ৭১

১৩.শরিয়তের তৃতীয় উৎস কোনটি?

ক.আল কিয়াস    খ.আল কুরআন   গ.আল সুন্নাহ    ঘ.আল ইজমা

১৪.ইবাদত প্রধানত কত প্রকার? 

ক. ২ প্রকার    খ.৩ প্রকার      গ.৪ প্রকার    ঘ.৫ প্রকার 

১৫. ”নামায” কোন ভাষার শব্দ?

ক.আরবি     খ.ফার্সি     গ.হিন্দি    ঘ.উর্দু 

১৬. হজ ইসলামের কত তম ভিত্তি? 

ক. দ্বিতীয়  খ.তৃতীয়    গ.চতুর্থ     ঘ.পঞ্চম 

১৭.দুনিয়াবি ইলম নয় কোনটি?

ক.আল কুরআন   খ.গণিত      গ.বিজ্ঞান    ঘ.সাহিত্য 

১৮.জিহাদ শব্দের অর্থ কি?

ক.পরিশ্রম     খ.কষ্ট      গ.চেষ্টা      ঘ.সবগুলো

১৯. ”আখলাক” শব্দের বহুবচন কোনটি? 

ক.চরিত্র  খ.আকলাখ    গ.খুলুকুন    ঘ.একটিও নয়

২০.হযরত মুহাম্মদ (স.) কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?

ক.৬৭০    খ.৫৭০      গ.৬৭৬     ঘ.৫৭৬ 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
pipilikait
pipilikait
pipilikait
pipilikait