বাইবিট মাস্টার কার্ড একদম ফ্রি
আপনি কি ইন্টারন্যাশনাল কার্ড এর জন্য ফেসবুক/ইউটিউব বুস্ট অথবা কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারছেন না?
সাধারণভাবে এই পেমেন্টগুলো করতে হলে আপনার ডুয়েল কারেন্সি এর একটি ডেবিট কার্ড/মাস্টারকার্ড প্রয়োজন হবে। আর ডেবিট কার্ড বা মাস্টার কার্ড করতে আপনার একটি ভেলিড পাসপোর্ট প্রয়োজন হবে।পাসপোর্ট না থাকার কারণে আমরা কার্ড করতে পারি না এবং যেকোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে অন্যের উপর নির্ভরশীল। যে সমস্যার ভুক্তভোগি অনেকেই।
- তাই আপনাদের জনপ্রিয় exchanger App বাইবিট আপনাদের দিচ্ছে ভার্চুয়াল মাস্টার কার্ড একদম ফ্রি।
- গুগল প্লে-স্টোর থেকে Bybit app টি ডাউনলোড করে একাউন্ট করতে পারবেন এবং লেভেল ১ ভেরিফাই করতে প্রয়োজন হবে জাতীয় পরিচয় পত্র / স্মার্ট কার্ড/ ড্রাইভিং লাইসেন্স / পাসপোর্ট। যেকোনো একটা।
- আপনার নিজস্ব বাইবিট একাউন্টে লেভেল ২ ভেরিফাই করিয়ে বাইবিট মাস্টার কার্ড এক্টিভ করিয়ে দেওয়া হবে।
- কার্ড নেওয়ার পর প্রথম বার 2$ + ট্রানজেকশন করলেই পাচ্ছেন 10$ বোনাস।
- আপনি নিজে নিজে বিকাশ /নগত থেকে পেমেন্ট করে p2p থেকে সহজেই কার্ডে ডলার লোড করতে পারবেন।
এই কার্ড দিয়ে আপনি যা যা করতে পারবেন:-
- এটি দিযে ফেসবুকে এড দিতে পারবেন।
- গুগলে এড দিতে পারবেন।
- ইউটিউব এড দিতে পারবেন।
- পেজ প্রোমোট করতে পারবেন।
- যেকোন ওয়েব সাইটে পেমেন্ট করতে পারবেন।
- ডোমেইন হোস্টিং কিনতে পারবেন।
- ফ্রি ফায়ার অথবা পাবজি এর ডাইমোন্ড কিনতে পারবেন
- গুগল প্লে স্টোর থেকে গেমস অথবা এ্যাপ কিনতে পারবেন
- এছাড়াও কার্ড দিয়ে পেমেন্ট করা যায় এমন প্রায় সব যায়গায় পেমেন্ট করতে পারবেন।
কার্ড নিতে আগ্রহী হলে এখনি যোগাযোগ করুন:
01892465695 (WhatsApp & Imo)
অথবা এখানে ক্লিক করুন!